শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় জাপানি নাগরিকসহ দু’জন নিহত

রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়ায় গত সোমবার রাত ৮টার দিকে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিউনিশীয় বংশোদ্ভুত এক জাপানী নাগরিকসহ দুইজন নিহত হন।
জাপানি ওই নাগরিক আব্বাসি মোহাম্মদ মাতাল্লা (৩৫) পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী ছিলেন। বর্তমানে তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি পাবনা থেকে রাজশাহীগামী সেঞ্চুরি পরিবহনের বাসযাত্রী ছিলেন। রাজশাহী নগরীর রাজপাড়া থানার পুলিশ জানায়, আব্বাসি জাপানের নাগরিক এটা নিশ্চিত হওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সে দেশে খবর পাঠানো হয়েছে। নিহত অন্যজন হলেন গোলাপ হোসেন (২৬) টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার হাসানের ছেলে। তিনি মাছবাহী পিকআপের চালক ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান গোলাপ। পুঠিয়া থানার পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি মাছবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক গোলাপ হোসেন মারা যান। আহত হন জাপানের নাগরিক আব্বাসি মোহাম্মদ মাতাল্লা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রামেক হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান।

অনলাইন আপডেট

আর্কাইভ