বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আইপিএল নিলামে ১৬ বছরেই কোটিপতি প্রয়াস

স্পোর্টস ডেস্ক : গত মঙ্গলবার ভারতের জয়পুরে বসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বারোতম আসরের নিলাম অনুষ্ঠান। দেশি-বিদেশি মিলিয়ে ৩৫১জন ক্রিকেটারকে বসতে হয়েছিল নিলাম হাতুড়িন নিচে। সেখানে বিক্রি হননি বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা, সেখানে কৈশরের বৈতরণি পার হওয়ার আগেই কোটিপতি বনে গেছেন পশ্চিমবঙ্গের প্রয়াস রায় বর্মণ। প্রয়াস রায় বর্মণ ভারতের ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে পশ্চিমবঙ্গে  পরিচিত। কিন্তু ভারতের বাইরে  পরিচিত নয়। ১৬ বছর বয়সী এই লেগ স্পিনারের বন্ধুবান্ধব এখনো স্কুলপড়ুয়া। প্রয়াস  আইপিএলের কল্যাণে কৈশোরেই হয়ে গেলেন কোটিপতি। আইপিএলের ইতিহাসেরই সর্বকনিষ্ঠ কোটিপতি!বিজয় হাজারে ট্রফিতে এ বছরের শুরুতে অভিষিক্ত হয়ে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছে প্রয়াস। প্রয়াসের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই দাম ১ কোটি ১০ লাখ রুপিতে তুলে তাকে প্রায় কিনেই নিচ্ছিল। ঠিক তখনই বাগড়া দিয়ে বসে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রয়াসকে কিনতে বেঙ্গালুরুর সঙ্গে সংক্ষিপ্ত একটি যুদ্ধই হয়ে যায় পাঞ্জাবের। শেষ পর্যন্ত দেড় কোটি রুপিতে প্রয়াসকে কিনে জিতেছে বেঙ্গালুরুই। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ