শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বিজয় দিবস ক্রিকেটে শহীদ মুশতাক একাদশ জয়ী

 

 

স্পোর্টস রিপোর্টার : মহান বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে শহীদ মুশতাক একাদশ। গতকাল শহীদ জুয়েল একাদশকে হারিয়েছে দলটি। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খালেদ মাসুদ পাইলটের দলটিকে ৪ উইকেটে হারায় মিনহাজুল আবেদীন নান্নুর দল। বিজয় দিবস উপলক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শহীদ জুয়েল একাদশ। দারুণ শুরু করে তারা উদ্বোধনী জুটিতে। ৬৮ রান যোগ করেন দুই ওপেনার হান্নান সরকার ও এহসানুল হক সেজান।

কিন্তু পরের ব্যাটসম্যানরা বড় কোনও অবদান রাখতে পারেননি ক্রিজে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন খালেদ মাসুদ। সেজান ৩৫ ও হান্নান খেলেন ৩২ রানের ইনিংস। ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় শহীদ মুশতাক একাদশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ৫ নম্বরে ব্যাট করতে নেমে ফয়সাল হোসেন ডিকেন্স দলকে উদ্ধার করেন। ডিকেন্স খেলেন ৫১ রানের ইনিংস। ৩৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এই ইনিংসটি সাজান। এছাড়া মোহাম্মদ রফিক ২৭ ও অধিনায়ক নান্নু করেন ২৩ রান। প্রদশনী ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘২০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজ চ্যালেঞ্জিং হবে। কারণ সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ সব সময় ভালো দল। অবশ্য ঘরের মাঠে আমরা সব দলের বিপক্ষে ভালো খেলি। আশা করি, অন্য দুই ফরম্যাটের মতো টি-টোয়েন্টিতেও আমরা ভালো  খেলতে পারবো।’ টি-টোয়েন্টি দল নিয়ে নান্নুর মন্তব্য, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। ঘরের মাঠে  খেলা, তাই খেলোয়াড়রা জানে কোন উইকেটে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয়।  আমার বিশ্বাস, এই সিরিজেও আমরা ভালো করবো।’

অনলাইন আপডেট

আর্কাইভ