শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সভাপতি মিজানুর রহমান, সম্পাদক শেখ সেলিম

ঝিনাইদহ সংবাদদাতা, ৮ ডিসেম্বর: ঝিনাইদহ জেলা প্রেসক্লারের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনটিভি ও দৈনিক যুগান্তরের ষ্টাফ করেসপনডেন্ট মিজানুর রহমান সভাপতি এবং বাসস, চ্যানেল আই ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি শেখ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে আলাউদ্দীন আজাদের সভাপতিত্বে বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দিতায় ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি পদে দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই, এবং বৈশাখি টেলিভিশন ও ইত্তেফাক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম মন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সময় ও গ্রামের কাগজের জেলা প্রতিনিধি এম. মাহফুজুর রহমান এবং দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি এ্যাড. শেখ শফিউল আলম লুলু, সাংগাঠনিক সম্পাদক পদে বাংলাাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি শেখ রুহুল আমীন, দফতর সম্পাদক পদে দি ডেইলী অবজারভারের জেলা প্রতিনিধি জাফর উদ্দিন রাজু, কোষাধ্যক্ষ পদে গাজী টেলিভিশনের মোঃ ওলিয়ার রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে বাংলা টিভি ও দৈনিক প্রভাতের ডাকের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।
এছাড়া নির্বাহী পরিষদের সদস্যরা হলেন, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও দিপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাউদ্দীন আজাদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ মোঃ শহিদুল ইসলাম, সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার সম্পাদক শেখ মিজানুর রহমান, দৈনিক জনতা ও দি নিউজ টুডের জেলা প্রতিনিধি আজিজুর রহমান সালাম, সাপ্তাহিক নির্বাণের নির্বাহী সম্পাদক শাহিদুজ্জামান, সাপ্তাহিক দিগন্তবানী পত্রিকার সম্পাদক আলহাজ¦ শাহজামান, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দীন সেতু।
এছাড়া ঝিনাইদহের ছয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এই সংগঠনের সদস্য।
সভা শেষে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান সাংবাদিকদের দায়িত্ব, কর্তব্য ও দেশের কল্যাণে নিরপেক্ষভাবে বস্তনিষ্ঠ সাংবাদিকতায় নিজেদেরকে নিয়োজিত রাখার আহবান জানান। ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে প্রশাসন, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ