শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

আনসার-ভিডিপি চট্টগ্রাম রেঞ্জাধীন সকল জেলা, উপজেলার কর্মকর্তা, কর্মচারি ও সদস্য-সদস্যাদের মতবিনিময় সভা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর, মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ গতকাল চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্িনম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আনসার-ভিডিপি চট্টগ্রাম রেঞ্জাধীন সকল জেলা, উপজেলার কর্মকর্তা, কর্মচারি ও সদস্য-সদস্যাদের মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আনসার-ভিডিপি’র চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সামছুল আলম সভায় রেঞ্জের বিভিন্ন কর্মকান্ডের উপর প্রতিবেদন পেশ করেন। উক্ত সভায় আনসার-ভিডিপি’র উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মো. কামাল মামুন উপস্থিত ছিলেন। তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সকল সদস্য-সদস্যাদের আরও আন্তরিক এবং স্বচেষ্ট থাকার জন্য নির্দেশ প্রদান করেন। দিনের কর্মসূচিতে তিনি ফয়সলেস্থ অফিসার্স মেস মিলনায়তনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন। মত বিনিময় কালে আনসার ও ভিডিপি’র উপ-পরিচালক (সম্বনয়) শামীম আহমেদ, চট্টগ্রাম রেঞ্জাধীন সকল জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ