শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তালায় বিচলি গাদায় অগ্নিকা-ে লক্ষাধিক টাকার ক্ষতি

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা, ৬ ডিসেম্বর: সাতক্ষীরা তালার জিয়ালা নলতায় রাতের আঁধারে কে বা কারা একটি গরু খামারের পাশের বিচলি(গো-খাদ্য) গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। এতে ৩০ হাজার বিচলি পুড়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। ধারণা করা হচ্ছে, হিংসাত্মকভাবে কেউ অপকর্মটি করে থাকতে পারে।
অভিযোগে জানা যায়, উপজেলার জিয়ালানলতা গ্রামের মৃত বাছের আলী শেখ’র ছেলে রমজান আলী শেখ’র মালিকানাধীন বাড়ির পাশের গরুর খামার সংলগ্ন ঐ বিচলি গাদায় হিংসাত্মকভাবে কেউ আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা প্রকট আকার ধারণ করলে আশপাশের লোকজন গিয়ে পানি দিয়ে নেভানোর আগেই সমুদয় বিচলি পুড়ে ভস্মীভূত হয়। এতে ঐ গাদার প্রায় ৩০ হাজার বিচলি পুড়ে অন্তত ৭৬ হাজার টাকার ক্ষতি সাধন হয়।
এব্যাপারে বিচলি মালিক রমজান আলী শেখ জানান,কেউ হিংসাত্মকভাবে অপকর্মটি করে থাকতে পারে। তিনি আরো জানান,অগ্নিকান্ডের বিষয়টি কিছুক্ষণ পরে বুঝতে পারলে তার খামারের ১৪ টি বিদেশী গাভীর সব গুলো পুড়ে সলিল সমাধি হয়ে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হত।
সর্বশেষ অগ্নিকান্ডের ঘটনায় ঐ পরিবারে ব্যাপক আতংক বিরাজ করছে। তবে এব্যাপারে কোথাও কোন মামলা বা অভিযোগ হয়নি।  

অনলাইন আপডেট

আর্কাইভ