বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

তালতলীতে ঝাউবনের গাছ উদ্ধার

আমতলী সংবাদদাতা : বরগুনার তালতলী রেঞ্জের আওতাধীন নলবুনিয়া বীটের অধীনস্থ সংরক্ষিত ঝাউবনের ২৯পিচ ঝাউগাছ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নলবুনিয়া বীটের বনকর্মী সমির রঞ্জন মিস্ত্রী অভিযান চালিয়ে স্থানীয় আশ্রাফ আলীর বাড়ির পুকুর থেকে এ ঝাউ গাছ উদ্ধার করেন।
জানা গেছে, উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত তীরে পর্যটকদের নয়নাভিরাম দৃশ্যমন্ডিত বন বিভাগের সৃজিত ঝাউবাগানের ঝাউগাছ প্রতিনিয়ত কেটে নিচ্ছে স্থানীয়রা। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সন্ধায় নলবুনিয়া বীট অফিসের বনকর্মী সমির রঞ্জন মিস্ত্রী অভিযান চালিয়ে স্থানীয় আশ্রাফ আলীর বাড়ির পুকুর থেকে ২৯ পিস ঝাউগাছ উদ্ধার করেন। বনকর্মীরা জানিয়েছে  উদ্ধারকৃত ঝাউগাছের আনুমানিক মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে  এলাকার একাধিক ব্যক্তিরা জানান বিগত দিনে এই আশ্রাফ আলী ঝাউবন থেকে বেশ কয়েকবার ঝাউগাছ কেটে নেয়ার সময় ধরা পড়েছে। তখন বন প্রহরীরা ক্ষমা করে দিয়ে ছেড়ে দিয়েছেন। তারা আরও বলেন, এভাবে যদি ঝাউবন থেকে ঝাউগাছ কেটে নেয়া হয় তাহলে সৌন্দর্য হারাবে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পর্যটকদের ঝাউবনের নয়নাভিরাম দৃশ্য। এক সময় বিলীন হয়ে যাবে এই বিশাল ঝাউবন।
নলবুনিয়া বীট অফিসের বনকর্মী সমির রঞ্জন মিস্ত্রী বলেন, খবর পেয়ে পুকুর থেকে ২৯ পিচ ঝাউগাছ উদ্ধার করা হয়েছে। সামনে নদীর ভিতরে খুটা গেড়ে তার সাথে গাছ বেঁধে রাখার খবর পাওয়া গেছে। ভাটিতে নদীর পানি কমলে অভিযান চালিয়ে সে গাছও উদ্ধার করা হবে।
তালতলী রেঞ্জ কর্মকর্তা নয়ন মিত্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশ্রাফ আলীর বাড়ির পুকুর থেকে ২৯পিস ঝাউগাছ উদ্ধার করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ