বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

লক্ষ্যারচরে প্রত্যাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

চকরিয়া সংবাদদাতা: চকরিয়ার লক্ষ্যারচরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রত্যাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার শুভ উদ্বোধন হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। সাবেক এমইউপি শামসুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা কাইছার। তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, দৈনিক যায়যায়দিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি এম. মনজুর আলম, লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম, আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুল হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা জাফর আলম, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা শামসুল আলম, ইউনিয়ন বাজার কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, সাংবাদিক ইকবাল ফারুক, সাংবাদিক জিয়াউদ্দিন ফারুক ও সাংবাদিক শাহজালাল শাহেদ। এসময় প্রত্যাশির এরিয়া ম্যানেজার আবদুল মাবুদ, শাখা ব্যবস্থাপক রুবেল বিশ্বাস, প্রোগ্রাম কর্মকর্তা নুর মোহাম্মদ উজ্জল, লক্ষ্যারচর ইউনিয়ন বাজার সমিতির সভাপতি আইয়ুব মো. ইকবাল, সেক্রেটারি রিদুয়ানুল হক সজীব, অর্থ সম্পাদক মুবিনুল ইসলাম রুবেলসহ বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে যত্রযত্র আবর্জনা ফেলা রোধকল্পে ২টি কোদাল, ২টি বেলচা, ৬টি পয়েন্টে নির্দিষ্ট ময়লা-আবর্জনা রাখার ৬টি ড্রাম ও একটি ভ্যান ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন প্রত্যাশির কর্মকর্তাবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ