শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লেখা আহ্বান

প্রিয় ব্যক্তিত্ব, আমৃত্যু ইসলামী আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা পালনকারী সক্রিয় সিপাহসালার, বৃহত্তর নোয়াখালীর লাখ জনতার প্রাণের প্রিয় মানুষ, বাংলাদেশের মেহনতী শ্রমিকের অধিকার আদায় আন্দোলনের অগ্রনায়ক, স্বাধীনতাত্তোর ইসলামী আন্দোলনের কঠিন সময়ের কান্ডারী, বাংলাদেশ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, অনলবর্ষি সুবক্তা, ‘মরহুম আলহাজ্ব মাস্টার সফিক উল্লাহর স্মরণে’ প্রকাশিত হতে যাচ্ছে “স্মৃতিতে মাস্টার সফিক উল্লাহ” নামে একটি বিশেষ সংকলন।

তাঁর জীবনের একজন ঘনিষ্ঠ বন্ধু, সহযোদ্ধা, সহকর্মী, ছাত্র ও ভক্ত-অনুরক্ত হিসেবে তাঁর সম্পর্কে আপনার জানা হৃদয়ের অনুভূতি ব্যক্ত করে স্মৃতিচারণ মূলক যে কোন ধরণের লেখা, প্রবন্ধ, গল্প, কবিতা, ছড়া ও গ্রুপ ফটো থাকলে ১৫ ডিসেম্বর ২০১৮ইং এর মধ্যে নিম্ন ঠিকানায় প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

ঠিকানা: মোঃ সেলিম উদ্দিন নিজামী, সম্পাদক ও প্রকাশক, স্মৃতিতে মাস্টার সফিক উল্লাহ, শান্তি নিবাস,

দেওয়ান বাড়ী রোড, ৬নং ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা, জেলা: লক্ষ্মীপুর। মোবাইল:০১৭১৮-৩৭৩৮৫৫, ০১৯২৯-৫১৮৮২০। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ