মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

আফগানিস্তানে ব্রিটিশ প্রতিষ্ঠানে তালেবানের হামলায় নিহত ১০

২৯ নবেম্বর, বিবিসি : আফগানিস্তানে ব্রিটিশ নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান জিফোরএসের অফিসে গাড়ি বোমা ও বন্দুক হামলায় অন্তত ১০ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৯ জন।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস এই ঘটনায় তালেবানকে দায়ী করে বলেন, গাড়ি বোমা হামলার পরপরই কয়েকজন বন্দুকধারী ভেতরে প্রবেশ করে।  তিনি বলেন, এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। ইতোমধ্যে এই হামলার দায়ভার স্বীকার করেছে তালেবান। এক টুইটার পোস্টে এই দায় স্বীকার করেন গ্রুপের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

লন্ডনে জিফোরএসের মূল সদর দফতর থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানায়, তারা হামলা সম্পর্কে অবগত। আফগান নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা সার্বক্ষণিক যোগাযোগে আছেন। বিশ্বের অন্যতম বৃহৎ নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান জিফোরএস। আফগানিস্তানে ব্রিটিশ দূতাবাসে নিরাপত্তা দিয়ে থাকে তারা।

অনলাইন আপডেট

আর্কাইভ