শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জিএম রহিমুল্লাহ ইসলামী সমাজ বিনির্মাণে একনিষ্ঠ কর্মী ছিলেন

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জি.এম রহিমুল্লাহর রুহের মাগফেরাত কামনা করে কক্সবাজার শহর জামায়াতের আহবানে বিভিন্নস্থানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ শেষে পৌরসভার ১২টি ওয়ার্ডসহ শহরের বিভিন্ন মসজিদে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত কর্মসূচীতে কক্সবাজার শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। মোনাজাত পূর্ববর্তী আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, জি.এম রহিমুল্লাহ ছিলেন একজন সদালাপী, দায়িত্বপরায়ণ, সৎ সাহসী জনপ্রতিনিধি। ইসলামী সমাজ বিনির্মাণে একনিষ্ঠ, অকুতোভয় সৈনিক ও আদর্শ রাজনীতিবিদ ছিলেন। ছাত্রজীবন থেকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি ইসলাম ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ইসলাম ও মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের এই সংকটকালে তাঁর মত একজন ত্যাগী নেতার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। ইসলাম, দেশ ও জনগণের জন্য তার গৌরব উজ্জ্বল ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে। তারা বলেন, জি.এম রহিমুল্লাহ ছিলেন একজন সাচ্চা ঈদানদার লোক। মাথানত না করা আপোসহীন জননেতার নামই হচ্ছে জি.এম রহিমুল্লাহ। তিনি একাধারে রাজনৈতিক নেতা, নিষ্ঠাবান সমাজকর্মী, নির্লোভ ব্যক্তি। ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা পর্যন্ত তাকে অনিয়ম-দুর্নীতি স্পর্শ করতে পারেনি। তাকে হারিয়ে শুধু জামায়াত নয়, কক্সবাজারবাসী একজন সম্পদ হারিয়েছে। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শোকাহত স্বজনের প্রতি সমবেদনা জানানো হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ