শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

শাহজাদপুরে শীতের সবজি ফুলকপির বাম্পার ফলন

এম,এ, জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ): বন্যার পর জমিতে নতুন পলির কারণে এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুলকপির ফলন ভালো হয়েছে। পাশাপাশি বাজারে দামও ভালো থাকায় লাভের মুখ দেখছেন চাষীরা। সব মিলিয়ে এবার ফুলকপি চাষ করে খুশি শাহজাদপুরের কৃষক। কৃষকরা জানান, শাহজাদপুর উপজেলার গাড়াদহ, নরিনা, কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কপি এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। তবে তারা আরো জানান, ফলন ভালো হলেও ফুলকপির আকার কিছুটা ছোট হয়েছে। তাছাড়া প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য কারণে উৎপাদন খরচও অন্যবারের চেয়ে একটু বেশি হয়েছে। তবে ভালো ফলন ও দামের কারণে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে না। বরং দাম আরেকটু ভালো হলে তারা গত বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন। উপজেলার টেপিড় গ্রামের ছানোয়ার নামে এক প্রান্তিক কৃষক বলেন, ‘গত বন্যায় আমাদের সব ফসল নষ্ট হয়। এতে আমরা মারাত্মক ক্ষতির শিকার হই। এবার বন্যা কম হওয়ায়  ফুলকপি চাষ করে সে ক্ষতি পুষিয়ে উঠতে পেরেছি। নবীপুর গ্রামের  এক কৃষক জানান, তিনি প্রায় ৯০ শতক জমিতে এবার ফুলকপি চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। বাজারে দাম ভালো থাকায় লাভও হচ্ছে ভালো। শাহজাদপুর উপজেলার সহকারি কৃষি কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, শাহজাদপুর উপজেলায়  এবার প্রায় ৫১৯ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। বাম্পার ফলনের কারণে কৃষকরাও বেশ লাভবান হবেন। সরকারের কৃষি পরিবেশ বান্ধবনীতিসহ সার ও বীজের সহজলভ্যতার কারণেই এবার কপির বাম্পার ফলন হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ