শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন অফিসে তালা ভেঙেছে চোরেরা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারি অফিসের তালা ভেঙেছে চোরের দল। এঘটনায় পৃথক ভাবে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। জানা গেছে, গত বুধবার গভীর রাতে উপজেলার নির্বাচন কমিশন অফিস, ভূমি অফিস, আনসার ভিডিপি অফিস ও ব্যাংক, বিআরডিবি অফিস, বিআরডিবি-৩ অফিস, একটি বাড়ি একটি খামার অফিসের তালা ভেঙ্গে চোরের দল কিছু না নিয়ে অফিস তছনছ করে। অভিযোগ রয়েছে প্রত্যেকটি অফিসের নাইটগার্ড থাকা সত্ত্বেও তারা রাতে অফিসে থাকে না। খোঁজ নিয়ে জানা গেছে, অফিসের নাইটগার্ড যারা তাদেরকে দিয়ে দিনে অফিসের কাজ করানোর কারণে তারা বেশির ভাগ ব্যক্তিই রাতে অফিসে থাকে না। বিভিন্ন অফিসের তালা ভাঙ্গার পর টনক নড়ে কর্মকর্তাদের। এঘটনার পর থেকে উপজেলার প্রত্যেকটি অফিসে এখন রাতে নাইটগার্ড রয়েছে। এঘটনায় পৃথক ভাবে থানায় সাধারন ডায়রি করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

৩০৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে: : আজ রোববার বরিশালের আগৈলঝাড়ায় (পিএসসি) সমাপনী পরীক্ষায় ৩হাজার ৩১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার ১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০টি কেন্দ্রে ২হাজার ৮শত ৭১জন পরীক্ষার্থীর  মধ্যে ছাত্র ১হাজার ৩শত ৮১জন ও ছাত্রী ১হাজার ৪শত ৯০জন রয়েছে। মাদ্রাসা বোর্ডের আওতায় এবতেদায়ি শাখায় ১৬০জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এর ছাত্র ৮৯জন ও ছাত্রী ৭১জন রয়েছে। 

ধর্ষক গ্রেফতার: বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষক রাজ্জাক খানকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাকাল গ্রামের নিজ বাড়ির মুরগীর ফার্ম থেকে এজাহারে অভিযুক্ত ধর্ষক রাজ্জাক খানকে গ্রেফতার করেন। সূত্র মতে, মামলার বাদী উপজেলার মধ্য বাকাল গ্রামের ধর্ষিতা ওই গৃহবধূর (৪০) এর স্বামী ঢাকায় সেলুনের কাজ করেন। ছেলে মেয়েরা অন্যত্র লেখা পড়ার সুযোগে গৃহবধূর একা থাকার সুযোগে পাশ্ববর্তী বাড়ির ইঙ্গুল খানের ছেলে রাজ্জাক খান (৪৫) ওই গৃহবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ রাজ্জাকের প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৩ অক্টোবর রাতে রাজ্জাক খান ওই গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ করে। ওই ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে ৯ নভেম্বর একমাত্র রাজ্জাককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন, নং-৪। মামলা দায়েরের পরই ধর্ষিতা গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ