বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

অবসরে টেনিস তারকা রাদওয়ানস্কা

টেনিসে পোল্যান্ডের হয়ে ইতিহাস সৃষ্টিকারী রাদওয়ানস্কা। ২০টি ডব্লিউটিএ সিঙ্গেলস জয়ী। ২০১২ উইম্বলডনের রানার্স-আপ ও অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের সেমিফাইনালিস্ট। সাবেক নাম্বার ২ । ২৯ বছর বয়সেই সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিয়ারের ইতি টানার। গতকাল বুধবার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই পোলিশ টেনিস সেনশেসান। 

অবসর নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি আজ আপনাদের সঙ্গে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টি শেয়ার করব। ১৩ বছর প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিস খেলে আমি সিদ্ধান্ত নিয়েছি ইতি টানার। এটা আসলে খুব সহজ সিদ্ধান্ত ছিল না। আমি সত্যিই কৃতজ্ঞ গেল ১৩ বছরের দারুণ দারুণ সব স্মৃতির জন্য। ২০টি ডব্লিউটিএ শিরোপা, সিঙ্গাপুরের ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ ও উইম্বলডন ফাইনালসহ আরো অনেক কিছুর জন্য কৃতজ্ঞ।তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি সাধারণত যেভাবে অনুশীলন করি ও যেভাবে খেলি সেভাবে আর পারছি না। সম্প্রতি আমার শরীর আমার প্রয়োজনীয় চাওয়ার সঙ্গে পেরে উঠছে না। আমার স্বাস্থ্য ও পেশাদার টেনিসের চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে আমি বলতে চাই যে আমি আর পারছি না। আমার শরীর আর নিতে পারছে না।’ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ