বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

লালমনিরহাটে কৃষক হত্যা নাতিকে নিয়ে বিপাকে দাদি ফাতেমা বেগম

মোঃ লাভলু শেখ, (লালমনিরহাট) ১২ অক্টোবর: লালমনিরহাটে ফজলু মিয়া নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে ভূমি দস্যুরা। হত্যা কান্ডটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ তেলিপাড়া নামক স্থানে। ১ শতক জমি নিয়ে বিরোধের জের নিয়ে গত ২৫ অক্টোবর আনুমানিক ৩টার দিকে ফজলু মিয়াকে তার নিজ বাড়িতেই পিটিয়ে হত্যা করে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল। এ বিষয়ে নিহতের ছেলে আনোয়ার হোসেন ৯ জনকে আসামী করে গত ২৬ অক্টোবর অভিযোগ দায়ের করলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ আলম অভিযোগ আমলে নিয়ে একটি হত্যা মামলা রুজু করেন এবং ঐ দিনেই ১ নং আসামী মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে গ্রেফতার করেন। যার মামলা নং ৩৫ তারিখ ২৬/১০/২০১৮ ইং। সরেজমিনে গিয়ে দেখা যায় বাকি আসামিরা (২) রহমান, (৩) সামিউল, (৪) আদম বাদশা, (৫) রাশেদুল ইসলাম (৬) রাহিনা বেগম, (৭) আইয়ুব মেকার, (৮) শাহ আলম ও (৯) ছইফুল রহমান পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে পারছে না পুলিশ।
এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় ১ শতক জমি নিয়ে বিরোধ ছিলো মামলার ২ নং আসামি প্রতিবেশি আব্দুর রহমানের সাথে নিহত কৃষক ফজলু মিয়ার। নিহতের স্ত্রী আছিরন ও ১০ বছর বয়সি ছোট ছেলে তাইজুল মারামারি ঠেকাতে গেলে ২জন গুরতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাইজুল কিছুটা সুস্থ হলেও প্রায় একমাস ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নিহতের স্ত্রী আছিরন। এদিকে একমাত্র কর্মক্ষম সন্তানকে হারিয়ে ও অসুস্থ ছেলের বউকে নিয়ে পাগলপ্রায় ফাতেমা বেগম মানবেতর জীবন যাপন করছেন। নিহত ফজলু মিয়ার ৩ ছেলের মধ্যে বড় ছেলে আনোয়ার হোসেন ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করলেও বর্তমানে বেকার হয়ে ছোট ২ ভাই ও মাকে দেখাশোনা করতে হচ্ছে তাকে। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অল্প কিছু সাহায্য-সহযোগিতা নিয়েছেন, যা চাহিদা তুলনায় অপ্রতুল। নিহতের ছেলে অনোয়ার হোসেন ও তার প্রতিবেশিদের দাবি সমাজের বৃত্তবান লোকেরা এই পরিবারটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক এবং প্রশাসন সকল পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করুক। এ বিষয়ে সোমবার ১২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোজাম্মেল হকের কাছে জানতে চাইলে তিনি জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ