বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রায়গঞ্জে ৭ নবেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গত বুধবার দিবসটি উপলক্ষ্যে বিকাল সাড়ে ৪টায় বিএনপি উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি আয়নুল হক। জিয়া পরিষধের উপজেলা সেক্রেটারি আবুলকালামের সঞ্চালনায় সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, যুবদলের আব্দুর রাজ্জাক, শামীম, তামান্না, নাদির, ছাত্রদলের জাহাঙ্গীর, রনি, মামুন, ছাইফুল, স্বেচ্ছাসেবক দলের মোকাদ্দেস প্রমুখ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত ও দেশ-জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মশালা : সিরাজগঞ্জের রায়গঞ্জে জিংক ধান ব্রি ধান ৬২ প্রদর্শনী প্লট স্থাপন উপলক্ষ্যে কৃষক কর্মশালা গতকাল পাঙ্গাসী ইউনিয়নের চকনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ভিআরডিএস এন্ড হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর আয়োজনে কর্মশালায় জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ প্রদর্শনী প্লট স্থাপন ও ধানের পুষ্টিগুণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ভিআরডিএস এর নির্বাহী পরিচালক ফখরুন নাহার। কৃষক নূর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি. এম কামরুজ্জামান লাবু, সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, কৃষক মোঃ নজরুল ইসলাম, কৃষক গোলাম রব্বানী, মনিরুজ্জামান, রেহানা বেগম, আব্দুল মজিদ, আব্দুল বারীক প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ