শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আলোচনা সভা

খুলনা অফিস : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এ দিনটি বাংলাদেশের রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সাধিত হয়েছিল সিপাহী জনতার এক ঐতিহাসিক বিপ্লব। সিপাহী জনতার ঐতিহাসিক এ বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছেন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট পরবর্তী সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছিল তখন সিপাহী জনতার মিলিত ঐক্যের এই বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্খিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত আমীর মাস্টার শফিকুল আলম এ সব কথা বলেন। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান ও সহকারী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ