শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চট্টগ্রামে আজ জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো : আজ শনিবার চট্টগ্রামে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করতে অনুমতি দিয়েছে পুলিশ। তবে লালদিঘী মাঠে কোন জনসভার অনুমতি দেয়া হয়নি। মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান জানান,শুক্রবার সকালে পুলিশের পক্ষ থেকে নুর আহমদ সড়কে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করতে দেয়ার অনুমতির কথা জানানো হয়েছে।
 আজ শনিবারের সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্য ফ্রন্ট এর প্রবীন রাজনীতিবিদ ও আইনজ্ঞ ডঃ কামাল হোসেন। এতে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব ,নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ জাতীয় ঐক্য ফ্রন্ট এর কেন্দ্রিয় নেতারা বক্তব্য রাখবেন। গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, শনিবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা চট্টগ্রামে যাবেন। ড. কামাল হোসেন সহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।
এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লালদীঘির মাঠে সমাবেশ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে সিটি এসবির বিশেষ পুলিশ সুপার মোঃ আবদুল ওয়ারিশ স্বাক্ষরিত এক পএে জাতীয় ঐক্য ফ্রন্টকে চট্টগ্রামে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতির কথা জানানো হয়েছে। ঐক্যফ্রন্টকে সমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলে জানানো হয়েছে।
এদিকে জানা গেছে,পুলিশের অনুমতি পাওয়ার পর চট্টগ্রামে জাতীয় ঐক্য ফ্রন্ট নেতৃবৃন্দ,বিএনপি নেতৃবৃšদ শুক্রবার কয়েক দফা সভা করেন এবং আজ শনিবারের সমাবেশ সফল করার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আজ শনিবার জাতীয় ঐক্য ফ্রন্ট এর চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে সফল করতে বিএনপির প্রস্তুতি সভা নাসিমন ভবন দলীয় কার্যলয়ে শুক্রবার বিকেল ৩টায় থেকে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উলাহ বুলু, আমান উলাহ আমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, জয়নাল আবেদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, গাজী শাহজাহান জুয়েল, মীর হেলাল।সভায় বক্তারা, শনিবারের জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশে সফল করার জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে মহাসমাবেশে যেন জনসমুদ্রে রূপ নেয় সে লক্ষ্যে কাজ করার আহবান জানান।সভায় উপস্থিত ছিলেন জে এস ডি সভাপতি গোলাম জিলানী চৌধুরী, নাগরিক ঐক্য আহবায়ক সোহরাব হোসেন, গণফোরাম সভাপতি মুজিবুল হক, গণফোরাম সেক্রেটারি এডভোকেট জানে আলম, জেএস ডি সেক্রেটারি সফিউল আলম খোকন, নাগরিক ঐক্য সেক্রেটারি ফোরকান উদ্দীন লাহেড়ী, বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।
এদিকে গতকাল শুক্রবার এক সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র চট্টগ্রাম মহানগর সভাপতি এম ছলিম উল্লাহ জাতীয় ঐক্য ফ্রন্ট এর সমাবেশে দলীয় সকল নেতাকর্মী এবং চট্টগ্রামের আপমর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহবান জানিয়েছেন।তিনি বলেন, ২০১৪ সালে ভোটারবিহীন ও প্রার্থীবিহীন রকীব উদ্দিন মার্কা নির্বাচনে ক্ষক্ষমতাসীন হয়ে বর্তমানে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এ জগদ্দল সরকার উৎখাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনকে গণজোয়ারে পরিণত করে সরকার বিরোধী যে জাতীয় ঐক্যপ্রক্রিয়া গঠন করা হয়েছে এই ঐক্যপ্রক্রিয়াকে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে নিতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ