বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

‘বিপজ্জনক’ রিয়ালের অপেক্ষায় বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক : লা লিগায় শেষ চার ম্যাচে জিততে না পারা রিয়াল মাদ্রিদ এবার খেলতে যাচ্ছে কাম্প নউয়ে। তবে প্রতিপক্ষকে ‘বিপজ্জনক’ হিসেবেই দেখছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।আগামীকাল রোববার মৌসুমে প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লিগের শেষ চার ম্যাচের তিনটিতেই রিয়াল হারায় দারুণ চাপে আছেন কোচ হুলেন লোপেতেগি।বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রাফিনিয়া ও জর্দি আলবার গোলে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে প্রস্তুতিটা মন্দ হয়নি বার্সেলোনার। অবশ্য দারুণ ছন্দে থাকা নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই ঘরের মাঠে নামতে হবে তাদের।চলতি মৌসুমে লা লিগায় নয় ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে রিয়াল। পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে এজন্য রিয়ালকে পিছিয়ে রাখতে রাজি নন ভালভেরদে। ইন্টার মিলানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে রিয়ালের দারুণ সব খেলোয়াড় আছে বলে মনে করিয়ে দেন স্প্যানিশ এই কোচ।“এমনকি মাদ্রিদ আরও বিপজ্জনক হতে পারে। তারা আমাদের মুখোমুখি হতে এখানে আসবে। সংকটের মধ্যে থেকে এলেও তারা তাদের শক্তি প্রদর্শন করতে চাইবে কারণ তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে।”

অনলাইন আপডেট

আর্কাইভ