শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খাসোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ সিআইএ’কে দিয়েছে তুরস্ক

২৫ অক্টোবর, আনাদুলো এজেন্সি : সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকা-ের সব তথ্য-প্রমাণ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেলের কাছে সরবরাহ করেছে তুরস্ক। গিনা হাসপেল তুরস্কে সফরে গেলে তার কাছে এসব তথ্য-প্রমাণ তুলে দেয় তুর্কি সরকার। তুরস্কের গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি’র কর্মকর্তারা সিআইএ প্রধানকে বিষয়টি ব্রিফ করলে তিনি তা বিশ্বাস করেছেন। তথ্য-প্রমাণের মধ্যে রয়েছে ফুটেজ, অডিও টেপ এবং সৌদি কন্স্যুলেট ভবন থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্য। তবে এটা পরিষ্কার নয় যে, কেন হাসপেল তুরস্ক সফর করেছেন।

গণধ্যমের খবরে আরও বলা হয়েছে- তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার তিনি জন্য তুরস্ক সফর করেন।

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে হত্যা করা হয়। বিষয়টি প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও ১৭ অক্টোবর রিয়াদ তা স্বীকার করেছে। এ ঘটনায় সৌদি আরব আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ