শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

তাড়াশে বিধবার বসতঘর ভাংচুর

তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে ৪৫ বছর বয়সী এক ভূমিহীন বিধবার বসতঘর ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে। তার নাম জুলেখা খাতুন। সে উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। নির্যাতনের শিকার ওই বিধবার অভিযোগ, শুক্রবার বিকেলে সে তার বসতঘরের উঠোনে সবজি চাষ করছিল। এ কাজে তার দেবর নওজেস আলী বাধা দেয়। পরে বাকবিতন্ডার এক পর্যায়ে নওজেস আলী ও তার ভাগিনা রকিবুল (১৯) ওই বিধবাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। একই সঙ্গে তার বসতঘরে হামলা চালিয়ে দরজা-জানালা ও বেড়ার টিন ভাংচুর করে।
অভিযুক্ত নওজেস আলী জানান, ওই খানে সবজি চাষ করলে তার বাড়িতে ধান মাড়াই করা মেশিন যাতায়াতে সমস্যা হত তাই বাধা দেওয়া হয়েছে। আর সামান্য মারধর ও বসতঘর ভাংচুরের যে ঘটনা ঘটেছে তা উভয় পক্ষের বাকবিতন্ডার একপর্যায়ে তার ভাগিনা ভুলবশত করে ফেলেছে। এ প্রসঙ্গে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ