বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে
আদালত। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপকুমার গোস্বামী বুধবার গত বছরের এ মামলার
রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আক্কাছ আলী মিয়া (৫৮) সদর উপজেলার হররা মাদ্রাসাপাড়ার
আরশাদ আলী মিয়ার ছেলে। আক্কাছ রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।
কুষ্টিয়ার জজ আদালতের পিপি সামস তানিন মুক্তি মামলার নথির বরাতে বলেন, ২০১৭ সালের
১৯ এপ্রিল আক্কাছ বাড়িতে তার স্ত্রী খোদেজা খাতুনকে (৩৬) শারীরিক নির্যাতন শেষে শ্বাসরোধ
করে হত্যা করেন। পরে লাশ গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন।
খোদেজা সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া গ্রামের শামসুল হক প্রধানের মেয়ে।
খোদেজার ভাই আব্দুল কাদের আক্কাছের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সদর
থানায় মামলা করেন।
গত ১৭ সেপ্টেম্বর পুলিশ তদন্ত শেষে হত্যা মামলা হিসেবে আমলে নেওয়ার সুপারিশ করে
আদালতে অভিযোগপত্র দেয়।
পিপি মুক্তি বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ায় আদালত আক্কাছ আলীকে
যাবজ্জীবন দিয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ