বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

শ্রীনগরে ভারতীয় বাহিনীর গুলীতে ২ স্বাধীনতাকামী নিহত

২৪ অক্টোবর, এনডিটিভি : ভারতীয় সেনাবাহিনীর গুলিতে গতকাল বুধবার ভোরে শ্রীনগরের সুতু এলাকায় দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন। গোটা এলাকাটি ঘিরে রেখেছে সেনা সদস্যরা।

গতকাল বুধবার ভোররাতে সুতু এলাকায় স্বাধীনতাকামীদের উপস্থিতি টের পান সেনারা। তারপর গোটা এলাকাটি ঘিরে ফেলেন তাঁরা। শুরু হয় তল্লাশি। সেনা সদস্যদের দাবি, উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে স্বাধীনতাকামীরা। পাল্টা জবাব দেন সেনারা। এতে দুই স্বাধীনতাকামী নিহত হন। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

এই ঘটনার জেরে বুধবার সকাল থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে গোটা সুতু এলাকায়। স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। মধ্য কাশ্মীরের ডিআইজি ভি কে বিরডি বলেন, ‘নির্দিষ্ট খবরের ভিত্তিতে আমরা তল্লাশি অভিযান শুরু করি। দু’জন বিদ্রোহীকেকে হত্যা করা হয়েছে। আমরা সাধারণ মানুষকে অনুরোধ করেছি যে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে সেখানে না আসতে। সেখানে যদি তারা বিস্ফোরক লুকিয়ে রাখে তাহলে আমরা তা নিষ্ক্রিয় করতে পারব।’

অনলাইন আপডেট

আর্কাইভ