শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রান কোহলির

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রান দরকার ছিল বিরাট কোহলির। ৩৭তম ওভারে অ্যাশলে নার্সের তৃতীয় বলে দৌড়ে একটি রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ভারতের অধিনায়ক। শুধু মাইলফলকেই পৌঁছাননি কোহলি। দ্রুততম ব্যাটসম্যান হয়ে ১০ হাজার রানের মালিক হলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০৫ ইনিংস খেলেই এই কীর্তি গড়েছেন তিনি। শচীন টেন্ডুলকারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলে। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনির পর পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হয়ে ১০ হাজার রানের মাইলফলকে কোহলি। আর এই অর্জনে বিশ্ব ক্রিকেটের ১৩তম ব্যাটসম্যান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ