বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

তাহিরপুর সীমান্তে ১৩ঘন্টা অভিযান ৫০ মে.টন চোরাই কয়লা আটক

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও বালিয়াঘাট সীমান্তে লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবাধে পাচাঁর করা হচ্ছে কয়লা ও পাথরসহ মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ও অস্ত্র। বিজিবি টানা ১৩ ঘন্টা অভিযান চালিয়ে ৫০ মে.টন চোরাই কয়লা আটক করলেও চিহ্নিত চোরাচালানীদেরকে গ্রেফতার করেনি।
এ ব্যাপারে বিজিবি ও স্থানীয়রা জানায়, উপজেলার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন চুনাপাথর কোয়ারী, শহীদ মিনার ও হাইস্কুলের ছড়াসহ মোট ৫টি চোরাই পথ দিয়ে পুলিশের সোর্স পরিচয়ধারী অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী ল্যাংড়া বাবুল, বিজিবির সোর্স পরিচয়ধারী ইসাক মিয়া, জিয়াউর রহমান জিয়া ও কালাম মিয়া ১বস্তা কয়লা পাচাঁরের জন্য টেকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমামের নামে ২৫ টাকা,ডিবি পুলিশের নামে ২৫ টাকা, টেকেরঘাট ও বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের নামে ৩০০ টাকাসহ কয়লা পাচাঁর মামলা নং-৯, জিআর-১৫৮/০৭ এর আসামী আব্দুর রাজ্জাক ১বস্তা কয়লা থেকে ৫০ টাকা চাঁদা নিয়ে চোরাচালানী আবুল মিয়া, জালাল মিয়া, আবু শামা, হেকিম মিয়াগংকে দিয়ে প্রতিদিনের মতো গতকাল ১২.১০.১৮ইং শুক্রবার রাত ৭টায় ভারত থেকে অবৈধ ভাবে ৬০ মে.টন কয়লা ও তার সাথে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা পাচার করে। এবং পাচারকৃত মালামালের মধ্যে ৬০ মে.টন চোরাই কয়লা বিন্দারবন্দ গ্রামের ৮-১০টি বাড়িঘরের ভিতর ও চোরাচালানী হেকিম মিয়ার বাড়ির সামনে নদীর তীরে নিয়ে মজুদ করে রাখে। আর মদ ও ইয়াবা ল্যাংড়া বাবুলের লাকমা গ্রামের বাড়িতে ও জিয়াউর রহমান জিয়া তার সহযোগী মাদক সম্রাজ্ঞী আংগুরী বেগমের দুধের আউটা গ্রামের বাড়িতে নিয়ে মজুত করে। অন্যদিকে একই সময়ে বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা এলাকা দিয়ে চোরাচালানী কালাম মিয়া, জানু মিয়া, বাবুল মিয়া, আবুল মিয়াগং ভারত থেকে ২০ মে.টন কয়লা ও ইয়াবা পাচার করে বিন্দারবন্দ গ্রামসহ পার্শ্ববর্তী তেলিগাঁও, দুধেরআউটা, ড্রাম্পের বাজারে নিয়ে মজুদ করে।

অনলাইন আপডেট

আর্কাইভ