বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী দুর্নীতি বিরোধী শপথ গ্রহন করেন।
সম্প্রতি গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীরা নৈতিক চরিত্র গঠন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে নিজেদের অবদান রাখা এবং দুর্নীতি বিরোধী সকল কার্যক্রমে অংশ গ্রহণের এ শপথ গ্রহণ করেছে।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহছান, এডভোকেট।
পরে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম মফিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেট।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নিরুপমা দেবনাথ, সদস্য সুলতান আহমেদ, সদস্য গোলাম মাহমুদ ফারুকী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, রহিমা খাতুন, হাসিনা মমতাজ, মাহমুদা খাতুন, মোঃ নূরুজ্জামান, কবীর আহমেদ, মিনারা খাতুন, মাহবুবুর রশিদ, শফিকুল ইসলাম ও মাহমুদুর রহমান  প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ