শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ধর্মঘট

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের টঙ্গীতে ভিয়েনাটেক্স কারখানার কর্মকর্তা কতৃক শ্রমিক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে ওই করাখানার শ্রমিকরা শনিবার কর্মবিরতি,ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে।
টঙ্গী পশ্চিম থানার এসআই বাহার আলম  জানান, টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত ভিয়েলাটেক্স কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করে।  শনিবার শ্রমিকদের অর্জিত ছুটির টাকা পরিশোধ করার কথা ছিল।
কর্তৃপক্ষ অর্জিত ছুটির পুরো টাকা না দিয়ে অর্ধেক টাকা দিতে চাইলে শ্রমিকরা এর প্রতিবাদ করে। এতে কারখানার কর্মকর্তা এক শ্রমিকে লাঞ্ছিত করে।
এ খবর কারখানার অন্য শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। বেলা ১১টা
 থেকে ধর্মঘট শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। এসময় শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট চালায়।
ভেতর কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটক আটকে দেয়ায় পুলিশও ভেতরে ঢুকতে পারেনি। পুলিশ জানায়, ধর্মঘট ও বিক্ষাভ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পুলিশ আরো জানায়, কারখানার প্রধান ফটকে তালা থাকায় ভেতরে যাওয়া এবং কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ