শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

হবিগঞ্জ সংবাদদাতা : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দকে সাজা দেয়ার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে শায়েস্তানগরস্থ দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নূরুল ইসলাম নানু, যুবদল সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, ফারুক আহমেদ, কহিনুর আলম, সফিকুর রহমান সিতু, যুবদল সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, মিজানুর রহমান চৌধুরী, শাহ ফারুক আহমেদ, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, সোহেল এ চৌধুরী প্রমুখ।

চাল বিতরণ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮৭টি ম-পে ৪৩ হাজার ৫০০ কেজি সরকারি চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ চাল বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এ সময় এমপি আবু জাহির নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৮৭টি ম-পে আরও ৫ হাজার করে মোট ৪ লাখ ৩৫ হাজার নগদ টাকা বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা খাতুনের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানের পরিচালনায় চাল ও অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু, সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

অনলাইন আপডেট

আর্কাইভ