বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন চকরিয়ার উদ্যোগে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া সংবাদদাতা: শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন চকরিয়া’র উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা’১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি চকরিয়া আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া শাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মোহাম্মদ ইলিয়াছ। তিনি তার বক্তব্যে প্রতিবছর এ ধরণের বৃত্তি পরীক্ষার আয়োজন অব্যাহত রাখতে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও চকরিয়া জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতালের এমডি মোহাম্মদ জাকারিয়া, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাজিদুল আনোয়ার, চকরিয়া উম্মাহাতুল মো’মেনীন মহিলা দাখিল মাদরাসা সুপার মাওলানা আবুল হোছাইন আনছারী ও ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা আবদুল মোমেন। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন চকরিয়া শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আ.ফ.ম ইকবাল হাছান আনওয়ারী। সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার এ.কে.এম রিদুয়ানুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন বদরী, যুগ্ম সম্পাদক মো. কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল করিম ও অর্থ সম্পাদক চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল মাদরাসার সুপার মাওলানা মো. আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্টসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, আগামী ২৬অক্টোবর সকাল ৯টায় চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসা মিলনায়তনে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন চকরিয়া’র উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা’১৮ অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পযর্ন্ত (শুধুমাত্র ৮ম শ্রেণি ছাড়া) স্কুল-মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য আহবান জানান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

অনলাইন আপডেট

আর্কাইভ