বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক ভুটান। সন্ধ্যা ৭টায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে স্বাগতিক ভুটান সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে হারানোর পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে নেপালকে হারিয়েছে। গত আগস্টে এই থিম্পুতেই সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।

সাফের নতুন টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। কয়েক মাস আগেই ছোটরা এখানে শিরোপা হারালেও স্বপ্না-মৌসুমীরা প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে চায়। তবে নেপালের সঙ্গে কম ব্যবধানে জয়ের পর বাংলাদেশ দল একটু সতর্ক। ভুটানের ঘরের মাঠে খেলা বলে তাদের সমীহ করেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে স্বপ্না-মৌসুমীরা। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘ভুটানকে ছোট করে দেখার কিছু নেই। তারা ভালো খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে। আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। আমাদের মেয়েরা অনেকদিন ধরেই অনুশীলনে আছে। আশা করি, সেমিফাইনালে উঠতে তারা সর্বোচ্চাটা দেবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ