শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

শাহজাদপুর-জামিরতা সড়কের সংস্কার নেই ॥ যানবাহন চলাচলে ঝুঁকি

এম,এ, জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে: সিরাজগঞ্জের শাহজাদপুর-জামিরতা সড়কের সংস্কার নেই। পূর্ব শাহজাদপুরের জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অসংখ্য খানা খন্দকে ভরপুর থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। ফলে এই সড়কটি জনসাধারণ ও যানবহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পোরজনা বাজার থেকে জামিরতা বাজার পর্যন্ত ২কিঃ মিঃ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে পূর্ব শাহজাদপুরের ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ উপজেলা সদরে আসে। এই সড়ক দিয়ে সি,এন,জি. মালবাহী ট্রাক, রিক্সা, ভ্যান, নচিমন, করিমনসহ হাল্কা ও ভারি যানবহন চলাচল করে। কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ সড়কের অসংখ্য পয়েন্টে  ঢালাই ও পাথর উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলতে হয় যানবাহনকে। যার ফলে প্রতিদিন এসব স্পর্শকাতর স্থানে ছোট বড় দুর্ঘটনা ঘটছেই। জামিরতা-চরবাচড়া ব্রীজের দুপাশের সংযোগ সড়কের সিংহভাগ ধসে গিয়ে খালে পরিণত হয়েছে। এসব খালের কিনারা দিয়ে সতর্কতার সাথে যানবাহন চলাচল করে। এ ব্যাপারে পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল বলেন, এটা এলজিইডি সড়কের অধীনে হওয়ায় তার কিছু করনীয় নেই। তারপরেও ব্রীজের দু পাশের সংযোগ সড়ক ধসে পড়ার পর তিনি ব্যক্তি উদ্যোগে মাটি ফেলে দিয়েছিলেন। তিনি আরও জানান, সড়কটির বেহাল অবস্থা  বিরাজ করলেও কার্যত সংস্কারের কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। কবে নাগাদ  সংস্কারের মাধ্যমে জনদূর্ভোগ লাঘব হবে তা বলতে পারছেননা কেউ। ফলে সাধারণ পথচারীদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। লক্কর ঝক্কর এই সড়কে সহজে কোন যানবহন আসতে চায়না। ফলে পথচারীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়। তাই এলাকাবাসীর দাবী সড়কটি দ্রুত সংস্কার করে জনসাধারণ চলাচল নির্বিঘ্ন করা হোক।

অনলাইন আপডেট

আর্কাইভ