মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

কাঠালিয়ায় জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ায় বুধবার (০৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে এক প্রেসব্রিফিং করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, এবার উন্নয়ন মেলায় ৩৫টি সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসহ ১৪টি স্টল, উচ্চ মাধমিক প্রতিষ্ঠান ২টি, মাধ্যমিক প্রতিষ্ঠান ২টি, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিওসহ মোট ৬৫ টি স্টল থাকবে। ৪ অক্টোবর সকাল ১০ টায় মাননীয় প্রধান মন্ত্রী  ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার শুভ উদ্বোধন করবেন। এছাড়া বিকেল ৪.৩০ টায় সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। উপজেলা পরিষদ মাঠে এ মেলা ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর ২০১৮ পর্যন্ত চলবে। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রোনিকস মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ