শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রায়গঞ্জে অপহৃত শিশু তানভির উদ্ধার॥ গ্রেফতার ২

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৭ ঘন্টার ব্যবধানে শিশু তানভির হাসান (৫) কে উদ্ধার করেছে স্থানীয় জনতা ও রায়গঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আতিক হোসেন (২২) ও মনি আক্তার (২১) নামের অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চান্দাইকোনা গ্রামের মালয়েশীয়া প্রবাসী মনির হোসেনের স্ত্রী মোছাঃ মোহনা খাতুন শিশু সন্তান তানভিরকে সাথে নিয়ে রায়গঞ্জ বিএম কলেজে প্রাইভেট পড়তে যান। মাঠে খেলা করার সময় অপহরণ চক্রের সদস্যরা তানভিরকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। প্রাইভেট শেষে সন্তানের খোঁজ না পেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন শিশুটির মা । ঐ দিন দুপুরের দিকে অপহৃত শিশুর মায়ের বান্ধবি মনি আক্তার এর মুঠোফোনে (অপহরনের ঘটনায় গ্রেফতার) মুঠোফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। অপহরনের বিষয়টি নিশ্চিত হলে রায়গঞ্জ থানায় অভিযোগ করেন অপহৃত তানভিরের মা। অভিযোগ পেয়ে রায়গঞ্জ থানাপুলিশ অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে জন্য নিঃচ্ছিদ্র জাল বিস্তার করে।

অনলাইন আপডেট

আর্কাইভ