শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

গুজরাটে ২১ সিংহের মৃত্যু

২ অক্টোবর, টাইমস অব ইন্ডিয়া : ভারতের গুজরাটের আমরেলি জেলায় গিরের ডালখানিয়া রেঞ্জ থেকে উদ্ধার করার পর যশধন এ্যানিমেল কেয়ার সেন্টারে মৃত্যু হয়েছে টানা প্রতিদিন একটি করে ১০টি সিংহের। গত সোমবার এ খবর দিয়েছে গুজরাটের বন দপ্তর। গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এশীয় সিংহগুলো একটির পর একটি মারা যায়। ১২ সেপ্টেম্বর থেকে এপর্যন্ত ২১টি সিংহ মারা গেছে। ১২ থেকে ১৬ সেপ্টেম্বর যে ১১টি এশীয় সিংহ মারা যায় তার মধ্যে চারটির শরীরে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস ছিল। জঙ্গলে কুকুর থেকে এ ভাইরাস ছড়ায়। একই ধরনের ভাইরাসে ১৯৯৪ সালে তাঞ্জানিয়ার সেরেঙ্গেটিতে একসাথে ১ হাজার সিংহের মৃত্যু হয়েছিল। 

অনলাইন আপডেট

আর্কাইভ