বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

‘চীন-পাকিস্তান সম্পর্ক নষ্টের পরিকল্পনা কখনোই মেনে নেয়া হবে না’-ওয়াং ওয়াই

২৬ সেপ্টেম্বর, এএফপি : চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নষ্টের কোনো পরিকল্পনা কখনোই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই। মঙ্গলবার জাতিসংঘের ৭৩তম অধিবেশনের পাশাপাশি একটি দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের সাথে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সমালোচনা বন্ধ করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এ কথা বলেন তিনি।

বৈঠক প্রসঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চীন-পাকিস্তানের সম্পর্ক কোনো ধরনের ষড়যন্ত্রের কারণে নষ্ট হবে না। বাণিজ্যে প্রসার ও দরিদ্রতা দূরীকরণে দুই দেশের মধ্যে অর্থনৈতিক করিডর নির্মাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলেও তিনি ওয়াং জানান। এসময় কোরেশি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই পরিবর্তন হবে না। এছাড়াও অর্থনৈতিক করিডরের ওপর জোর দিয়ে তিনি এ প্রকল্পটিকে যাবতীয় সহায়তা করার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীন থেকে ইউরেশিয়া পর্যন্ত বন্দর, রেলওয়ে, বেশকিছু জরুরি সড়ক ও শক্তিকেন্দ্রসহ আনুষঙ্গিক প্রকল্প নিমার্ণের জন্য ৫৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেওয়া ঋণের অর্থ পরিশোধ করতে না পারায় তা মওকুফের জন্য আবেদন করেন। এ বিষয়ে চীনকে যদি পাকিস্তান ঋণ পরিশোধ করতে পারে, সেক্ষেত্রে আইএমএফকে কেন পারবে না তা নিয়ে গত জুলাইয়ে প্রশ্ন তোলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

অনলাইন আপডেট

আর্কাইভ