ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

আমেরিকা ইরান ইস্যুতে ভ্রান্ত নীতি অনুসরণ করছে: ড. রুহানি

সংগ্রাম অনলাইন ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে নিরাপত্তা পরিষদে অনুমোদিত বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে টানা প্রচেষ্টার পর এ সমঝোতা সই হয়েছিল। আজ (বুধবার) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেছেন।

রুহানি বলেন, নিরাপত্তা পরিষদে অনুমোদিত কোনো সমঝোতা বা চুক্তিকে যাতে কেউ পণবন্দি হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে জাতিসংঘের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, আমেরিকা ভ্র্রান্ত নীতি অনুসরণ করছে। ইরানের পররাষ্ট্র নীতিতে সব সময় বহুপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

রুহানি প্রশ্ন করে বলেন, আমরা কিসের ভিত্তিতে প্রতিশ্রুতি লঙ্ঘনকারী আমেরিকার সঙ্গে আবারও নয়া চুক্তি করব। তিনি বলেন, যোকোনো আলোচনা হতে হবে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে। 

অনলাইন আপডেট

আর্কাইভ