শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রোনালদো-জিদানকে সম্মান জানালেন রিয়াল সভাপতি

 স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও কোচ জিনেদিন জিদানকে সম্মান জানিয়েছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। রিয়ালের কোচ হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পর মে মাসে ক্লাব ছাড়েন জিদান। আর পরের মাসে রিয়ালের হয়ে নয় বছরের বর্ণিল ক্যারিয়ারে ইতি টানেন রোনালদো। সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করা রোনালদো ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে নাম লেখান ইতালি চ্যাম্পিয়ন ইউভেন্তুসে। ক্লাবকে অনেক শিরোপা জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক খেলোয়াড়কে সম্মান জানালেন পেরেস।ক্লাবের বার্ষিক সভায় পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের প্রসঙ্গে দুইটা বিষয় তুলে ধরে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন ক্লাব প্রধান। ক্রিস্তিয়ানো আলফ্রেদো দি স্তেফানোর যোগ্য উত্তরসূরি এবং ক্লাবের সর্বোচ্চ গোলদাতা।" "নয় মৌসুম ধরে সে একজন দৃষ্টান্তমূলক ফুটবলার ছিল। তার দেখানো পথ প্রজন্মের পর প্রজন্ম অনুসরণ করা হবে।" "যেসব খেলোয়াড় রিয়াল মাদ্রিদের জার্সি পরে এবং ভবিষ্যতে যাদের এমনটা করার স্বপ্ন আছে তাদের সবার জন্য সে একটা উদাহরণ। ক্রিস্তিয়ানো, তোমাকে অনেক ধন্যবাদ।" সান্তিয়াগো বের্নাবেউয়ে ইতিহাস গড়া জিদানকেও প্রশংসায় ভাসান পেরেস। “তিন বছরের কম সময়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ সে নয়টি শিরোপা জিতেছে। রিয়াল মাদ্রিদ মানেই জিদান। সে ও ক্রিস্তিয়ানো জানে, এটা তাদের সবসময়কার বাড়ি। ধন্যবাদ, জিজু।”

অনলাইন আপডেট

আর্কাইভ