শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চতুর্থ জাতীয় মহিলা হকি আজ শুরু

স্পোর্টস রিপোর্টার : আজ মঙ্গলবার  শুরু ‘ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা-২০১৮’। এবারের এই প্রতিযোগিতায় দুই গ্রুপে সাতটি দল অংশ নিতে যাচ্ছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। জাতীয় মহিলা হকির শুরু থেকেই আছে ওয়ালটন গ্রুপ।প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতায় অংশ নেওয়া সাতটি দলকে দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। যেখানে ‘ক’ গ্রুপে রয়েছে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগ। ‘খ’ গ্রুপে রয়েছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও রংপুর বিভাগ। ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ৩০ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ১ অক্টোবর হবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ৬০ হাজার ও রানার্স-আপ দল ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এই টুর্নামেন্টে যারা ভালো করবে তাদের নিয়ে গঠন করা হবে মহিলা হকির জাতীয় দল।

অনলাইন আপডেট

আর্কাইভ