বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কার্ডিফকে উড়িয়ে জয়ের ধারায় ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার সিটি। পুরোটা সময় আধিপত্য ধরে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।কার্ডিফের মাঠে শনিবার ম্যাচটি ৫-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর কাছে ২-১ গোলে হেরেছিল সিটি। ম্যাচের  ৩২তম মিনিটে ডান দিক থেকে বের্নার্দো সিলভার পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আগুয়েরো। খানিক পর নিজেই ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। লেরয় সানের ক্রসে পর্তুগিজ মিডফিল্ডারের হেডে বল দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে পায়। ৪৪তম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো উঁচু শটে দলের তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান। আর ৬৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন জুলাইয়ে লেস্টার সিটি থেকে আসা মাহরেজ। গিনদোয়ানের পাস ছোট ডি-বক্সের মুখে পেয়ে জালে ঠেলে দেন চার মিনিট আগে আগুয়েরোর বদলি নামা এই মিডফিল্ডার। সিটির হয়ে আলজেরিয়ার এই ফুটবলারের এটাই প্রথম গোল। ৮৯তম মিনিটে নিচু শটে কার্ডিফের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মাহরেজ। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি।সাউথ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা চেলসি ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আরেক ম্যাচে নবাগত উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় ম্যাচে জোসে মরিনিয়োর দলের পয়েন্ট ১০।

অনলাইন আপডেট

আর্কাইভ