ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্রয়: এবার ভারতকে সতর্ক করল আমেরিকা

সংগ্রাম অনলাইন ডেস্ক:

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে এবার ভারতকে সতর্ক করে দিয়েছে আমেরিকা। মার্কিন সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কিনলে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, এ ধরনের অত্যাধুনিক ব্যবস্থা ক্রয়কে ‘উল্লেখযোগ্য লেনদেন’ হিসেবে গণ্য করার পাশাপাশি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে চীন এসইউ-৩৫ জঙ্গিবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।  ওই নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া অভিযোগ করেছে, দেশটিকে আন্তর্জাতিক অস্ত্র বিক্রির বাজার থেকে সরিয়ে দিতে চায় আমেরিকা।

রাশিয়ার কাছ থেকে যেসব দেশ সমরাস্ত্র ক্রয় করে সেসব দেশের তালিকার শীর্ষ রয়েছে চীন, ভারত ও ভিয়েতনাম।-পার্স টুডে

অনলাইন আপডেট

আর্কাইভ