শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

বাংলাদেশের লৌহ ও ইস্পাত শিল্পে বিশ্ব বাজার সৃষ্টি হচ্ছে

দেশে আন্তর্জাতিক ষ্টিল কনফারেন্স ‘বাংলাদেশ স্টিল ২০১৮’ গত বুধবার  হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা, জার্মানী, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, অষ্ট্রেলিয়া, ভারত, অষ্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপান ও বাংলাদেশ সহ প্রায় ১৯টি দেশের প্রতিনিধি সামিটে অংশগ্রহণ করেন। দু’দিনব্যাপী অনুষ্ঠিত সামিটে দেশ ও বিদেশে ব্যবহৃত লৌহ ও ইস্পাত পণ্যের বিশ্বব্যাপী সম্ভাবনা, গুণগতমান, বর্তমান টেকসই প্রযুক্তি, আধুনিক মার্কেটিং পলিসি, ইত্যাদি বিষয়ে বিদেশী ও দেশী বিশেষজ্ঞগণ একাধিক বিশেষ সেশনে ভিন্ন ভিন্ন বক্তব্য রাখেন। তাছাড়া এ শিল্পের উপর বিশেষজ্ঞগণ বেশ কিছু মুল্যবান পেপার উপস্থাপন করেন। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যমিলি, বিএসআরএম, আরএসআরএম, আবুল খায়ের গ্রুপসহ অনেকগুলো দেশীয় প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করেছে। তাছাড়া এস আলম গ্রুপ, টি কে গ্রুপ, কেডিএস, শীতলপুর অটোষ্টিল মিলস, বার্জার বেকার,এলিট গ্রুপ বিদেশী প্রতিষ্ঠানের মধ্যে ভারতীয় রাঘব প্রোডাক্ট, জাপানের সুমিতুমু করপোরেশন, মিটস্যুই, নিপ্পন ষ্টিল, বিশ্ববিখ্যাত জার্মনীর এসএমএস ও সিকন গ্রুপ, প্রাইমেটাল টেকনোলজি, ইলেক্ট্রোথাম, ব্যুমার, চায়নার সানি সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান যোগদান করেছে। দেশে গড়ে উঠা শিল্পসমূহ কিভাবে উন্নতমানের পণ্য উৎপাদন করতে পারে সে বিষয়েও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশেষজ্ঞগণ। এতে দেশ ও বিদেশের বিভিন্ন ষ্টলে পণ্য বিষয়ে বিশদ বর্ণনা দেওয়া হয়। দুদিনব্যাপী কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে সামিটটি উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যমিলির চেয়ারম্যান  সুফি মুহম্মদ মিজানুর রহমান। ভারতের ষ্টীল গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও সিইও অজয় থাম্বে’র সভাপতিত্বে সামিটে উপস্থিত ছিলেন মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন। মওলানা ইস্পাতের চেয়ারম্যান আবুল বাশার মুকুল, পিএইচপি ইন্ডাষ্ট্রিয়াল পার্ক এর এমডি মোহাম্মদ আমির হোসেন সোহেল, বিএসআরএমএর এক্সিকিইউটিভ ডাইরেক্টর তপন সেন গুপ্ত, ইকুইটি প্রোপার্টিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ডা: আইনূল হক, আবুল খায়ের গ্রুপের সিইও ভি.এম. শর্মা, আরএসআরএম গ্রুপ এর রাশেদ ইকবালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্লং্িলষ্ট প্রকৌশলী ও প্ল্যান্ট প্রধানগণ। সামিটের উদ্বোধক্ব সুফি মুহম্মদ মিজানুর রহমান বলেন, আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে স্টিল। স্টিল ইন্ডাস্ট্রির কোয়ালিটি, ভ্যালু ক্রিয়েশন, বাজার সম্প্রসারণে এ সামিট ইতিবাচক ভূমিকা রাখবে। কেননা আমাদের দেশে জনপ্রতি স্টিল কনজামশান ১০০ কেজি। তিনি নতুন প্রজন্মকে বাসযোগ্য নিরাপদ সুখী–সমৃদ্ধ পৃথিবী উপহার দিতে আহবান জানান। তিনি বলেন, আমাদের সকলের উচিৎ এ শিল্পের উন্নয়নে কাজ করা। তিনি এ আয়োজনের জন্য স্টিল গ্রুপকে ধন্যবাদ জানান। সামিটে স্টিল লং ও ফ্ল্যাট প্রোডাক্ট বিষয়ে বিভিন্ন সেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ