শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মাদারীপুর মহাসড়কে ইজিবাইক নসিমন বন্ধে পুলিশের অভিযান

মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ড গোল চত্তর সহ ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত ইজিবাইক, নসিমন, করিমন, টমটম, তিন চাকার ব্যাটারি চালিত ভ্যান বন্ধের জন্য মাদারীপুর জেলা ট্রাফিক পুলিশ মঙ্গলবার ও বুধবার দুপুর পর্যন্ত দুইদিন ধরে অভিযান পরিচালনা করছে।
জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন নেই ও সড়কে দুর্ঘটনা রোধে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের আগে চার দিন মাইকিং করা হয়েছে। মহাসড়কে কোন প্রকার ব্যাটারি চালিত ইজিবাইক, নসিমন, করিমন, টমটম, তিন চাকার ব্যাটারি চালিত ভ্যান যাতে চলাচল না করে। কিন্ত তারপরও যারা এ মহাসড়কে সে সব গাড়ী চালাচ্ছে তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের এই অভিযান । অভিযান চালিয়ে মোট ১৯টি ব্যাটারি চালিত তিন চাকার বাহন আটক করা হয়েছে। এর মধ্যে ইজিবাইক ১৫টি, তিন চাকার ভ্যান ৩টি, নসিমন ১টি।
মাদারীপুর জেলা ট্রাফিক ইনেসপেক্টর গোপাল কৃঞ্চ বলেন, এই অভিযান আমাদের নিয়মিত অভিযান। আর এই অভিযান আমাদের নিয়মতি চলবে। যাদের গাড়ী আটক করা হয়েছে কিছুদিন পর তাদের মুচলেকা নিয়ে গাড়ী ছেড়ে দেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ