শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাজারহাটে নৌকা ডুবিতে ১জন নিখোঁজ

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা: ৪ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে বালু ভত্তি নৌকা ডুবিতে ১জন নিখোঁজ ও ২ জন আহত হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবরিরা কাজ করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট তিস্তা নদীর বেড়ি বাধের বাধ সংষ্কার করার জন্য ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় নদীর ডান তীর থেকে বালু নিয়ে ফেরার পথিমধ্যে নদীর মাঝখানে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা শ্রমিক মনতাজ আলী(৬৫), তাইজুদ্দিন(৩৫) সহ নৌকায় ৩জন শ্রমিক ছিল। এর মধ্যে তাইজুদ্দিনসহ অপর জন গুরত্বর আহত অবস্থায় নদীর কিনারে পৌচ্ছিলেও মনতাজ ফিরতে পারেনি। পরে এলাকাবাসীরা তাদের উদ্ধার করে। শ্রমিক মনতাজ আলী নিখোঁজ হয়ে যায়। সে উপজেলার পারামৌলা গ্রামের মৃত যশোর উদ্দিনের পুত্র বলে জানা গেছে। ওই ৩ শ্রমিক কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের ডাংরারহাট বেড়ি বাধের শ্রমিকের কাজ করছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ডুবরিরা নদীতে নেমে মনতাজ আলীকে উদ্ধারের চেষ্টা চালায়। দুপুর ১টা পর্যন্ত এ রিপোর্ট লেখা অবধি কেউই তাকে উদ্ধার করতে পারেনি বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম নিশ্চিত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ