মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

ভারতকে দীর্ঘদিন সেবা দিতে চান খলিল আহমেদ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার খলিল আহমেদ। সেই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে তিনি। শুধু তাই নয়, তার দৃষ্টি সুদূরে। দীর্ঘদিন দলকে সেবা দিতে চান এ বাঁহাতি পেসার। ছাড়িয়ে যেতে চান আদর্শ মানা কিংবদন্তি জহির খানকে।

ভারতের সর্বকালের সেরা বাঁহাতি পেসার হিসেবে বিবেচনা করা হয় জহিরকে। লম্বা সময় ধরে দলকে সেবা দিয়েছেন তিনি। ছিলেন টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য। টেস্টেও ধারাবাহিক পারফরমার ছিলেন এ বাঁহাতি পেসার। বোলিংস্টাইলে পুরোপুরি না হলেও জহির খানের ঘরানার খলিল। বয়স মাত্র ২০। ইতিমধ্যে সবার নজর কেড়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরে ভারতীয় ‘এ’ দলের বোলিং আক্রমণের কর্ণধার এ তুর্কি। ১৭টি লিস্ট এ ম্যাচ খেলে ৪.৭৪ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। ১২টি টি-টোয়েন্টি ও কয়েকটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে তার। তূণে রয়েছে দারুণ গতি, মরণঘাতি ইয়র্কার ও সর্পিল সুইং। এবার জাতীয় দলের পেস বোলিং অ্যাটাকের মূল অস্ত্র হতে চান এ বোলিং ‘বিস্ময়’। ক্রিইনফো

অনলাইন আপডেট

আর্কাইভ