বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে হামলা

২৮ আগস্ট, গ্রেটার কাশ্মীর : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় অজ্ঞাত স্বাধীনতাকামীরা হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে লসসিপোরার গারবুগ এলাকায় সন্ত্রাসীরা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়ে সেনাবাহিনীর সাঁজোয়া যান উড়িয়ে দেয়ার চেষ্টা করে।সন্ত্রাসীদের ওই হামলায় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ওই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি সামরিক যান ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ হয়।বিস্ফোরণের পরে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়।যদিও হামলাকারী তারা ঘটনাস্থল থেকে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। তারা সম্প্রতি তাদের কৌশল পরিবর্তন করে সেনাবাহিনী ও নিরাপত্তাবাহিনীর টহলদারি দলের উপরে হামলা চালানো শুরু করেছে।দক্ষিণ কাশ্মীরে গত চার মাসের মধ্যে এ ধরণের হামলা এ নিয়ে দ্বিতীয়বার হল। এর আগে সোপিয়ান জেলায় গত ২৭ মে তারা আইইডি বিস্ফোরণ ঘটালে সেসময় সেনাবাহিনীর চার জওয়ান আহত হয়েছিলেন। চলতি বছরে অবশ্য কাশ্মীর উপত্যকায় এ পর্যন্ত ১৩১ তরুণ গেরিলাবাহিনীতে শামিল হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ