বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের জামিন লাভ

 

দিনাজপুর অফিস : দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম জামিন লাভ করেছেন। গতকাল রোববার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ সদরের বিচারক বিশ্বনাথ ম-ল তাকে জামিন আদেশ দেন। শুনানী শেষে বিচারক ১০ হাজার টাকা মুছলেকা ও একজন স্থানীয় জামিনদারের জিম্মায় অন্তরবর্তি কালীন জামিনের এই আদেশ দেন। মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানী করেন তাঁর আইনজীবী মো. একরামুল আমিন। তাঁকে সহযোগিতা করেন এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল বাকী, এড. আ ন ম হাবিবুল্লাহ, এ্যাড. আব্দুস সাঈদ. এ্যাড. আইনুল হক, এ্যাড. গোলাম ফারুকসহ অর্ধশতাধিক আইনজীবী। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, ভিজিএফ’র চাল ওজনে কম দেয়ার অভিযোগে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেনের দায়ের করার এক মামলায় গত ১৯ আগস্ট দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ।

 

অনলাইন আপডেট

আর্কাইভ