শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

বাগমারায় মাদ্রাসার অর্ধশতাধিক লাগানো গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারার গোপাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অর্ধশতাধিক রোপণকৃত গাছ বুধবার দিবাগত রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মাদ্রাসা কর্র্তৃপক্ষের লাগানো বিভিন্ন ধরনের গাছ লাগানোর পর গাছ কাটায় এলকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার একটি জিডি দায়ের করা হবে বলে জানা গেছে।
মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন জানান, গত তিন দিন পুর্বে উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের বনজ গাছের চারা প্রদান করে। গত বুধবার মাদ্রাসার ফুটবল খেলার মাঠের পাশে পতিত জমিতে লাইন করে তা লাগানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসার পিয়নের মাধ্যমে তিনি জানতে পারেন তাদের রোপণকৃত গাছ তুলে মুছড়ে ফেলেছে রাতে কে বা কারা। তিনি সকালে খবর পেয়ে মাদ্রাসায় এসে দেখেন দুবৃর্ত্তরা গাছ গুলো কোথাও উপড়িয়ে রাখেছে ,কখনও উপুৎ করে পুতে, আবারো কোন জায়গায় গাছের অর্ধেক কেটে সাবাড় করেছে। বিনা কারণে এধরণের ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন। ৯টার দিকে প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা এসে বিষয়টি জেনে সবাই অবাক হয়ে সুষ্ঠ বিচারের দাবি করে। প্রতিষ্ঠানের লাগানো গাছ গুলো কে বা কারা এই নিষ্ঠুরতা কাজ করেছে তা নিয়ে শুরু হয় চুল চেরা বিশ্লেষণ। এমন অমানবিক কাজ কি করে করা সম্ভব মাদ্রাসাসহ এলাকার সর্বত্রই এ নিয়ে নানা প্রশ্ন। 

অনলাইন আপডেট

আর্কাইভ