শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিসিসিআই থেকে পদ হারাচ্ছেন শচীন-সৌরভ-লক্ষণ

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণের সমন্বয়ে গঠন করা হয়েছিল ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি (সিএসি)। যাদের কাজ ভারতীয় ক্রিকেট দলের জন্য সঠিক কোচ নির্বাচন, পাশাপাশি টিম ম্যানেজমেন্টের আনুষাঙ্গিক কাজ করা। তবে বেশি দিন আর এই পদে থাকছেন না ভারতের সাবেক এই তিন তারকা ক্রিকেটার। ‘স্বার্থের সংঘাত’ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সম্মানিত পদ ছাড়তে হচ্ছে তাদের। সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, বিনা বেতনে কাজ করা শচীন-সৌরভ-লক্ষণকে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন করে সাজানো হবে অ্যাডভাইজারি কমিটি। এতদিন এই কমিটির জন্য কোনো অর্থ ব্যয় না হলেও নতুনদের বেতন দিয়েই নিয়োগ দিচ্ছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের তিন নক্ষত্রকে সরানোর পেছনে মূলত স্বার্থ সংঘাতের ইস্যুকেই প্রধান হিসেবে দেখছে দেশটির সংবাদমাধ্যমগুলো। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ