শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রযুক্তি হোক অবারিত কল্যাণের

মোর্সেদা সম্পা : আজ সমগ্র বিশ্বে  প্রযুক্তি ব্যাবহারে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে বর্তমান প্রযুক্তির অন্যতম উপাদান মোবাইল যা মানুষের মাঝে দুরত্বকে জয় করেছে।
কিন্তু মোবাইলের মাধ্যমে এখন কথার বলার চেয়ে অপসংস্কৃতি প্রচার, নগ্নতাকে উসকে দেয়া, ব্লাকমেইলিং অশ্লীল কার্যকলাপ যেন নিত্য নৈমাত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে যে স্মার্টফোন ব্যক্তিকে স্মার্ট করতে কার্যকারী ভূমিকা রাখতে পারতো, তা আজ হয়ে দাড়িয়েছে পাপাচারে লিপ্ত হওয়ার অন্যতম উপকরণ।
এদিকে সিম কোম্পানিগুলোর রয়েছে লোভনীয় অফার আর এসবের অপব্যবহার তরুণ সমাজকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
♦ তারা ভুলে যাচ্ছে পরকালে এসব কথা ও কাজের হিসাব দিতে হবে এবং এসবের রেকর্ড  সমূহও থাকবে।
তবে একটা বিষয় দুঃখজনক হলেও সত্য, আজ যাদের মধ্যে কিছুটা নৈতিক জ্ঞান বিদ্যমান থাকা সত্বেও তারা সুযোগ পেলেই যে বিষয়গুলোর প্রতি একেবারে খেয়ালহীন কাজ করে ফেলছে,
★ নিজেদের সেলফি তোলাসহ ছোটদের ছবি তোলা ও সংরক্ষণ করে রাখা।
★ যেকোন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোতে ভিডিও ফুটেজ ধারণ করে তা সংরক্ষণ করা।
★  বিভিন্ন সার্বার ধারা তা গণমাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেয়া।
 হাদীসে বর্ণীত : যে সকল ব্যাক্তি কোনো ধরনের (প্রাণির) ছবি অংকন, ছবি তোলা, সংরক্ষণ করে রাখবে তাদের প্রতি আল্লাহ এবং রাসুলের অভিসম্পাত রয়েছে।
কুরআনের ভাষায় : “যারা জানে আর যারা জানে না তার কি কখনো সমান হতে পারে”।
আল কুরআনের দৃষ্টিতে এমনই উল্লেখ রয়েছে: “মানুষ যে কথাই উচ্চারণ করে,তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। (সূরা ক্বাফ - ৫০)
এদিকে ফেসবুকের কথা না বললেই নয়, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সামাজিক যোগাযোগের চেয়ে নারী- পুরুষের অবৈধ যোগাযোগ, অর্ধনগ্ন ছবি, বিভিন্ন ভিডিও প্রকাশের মাধ্যমে পরিণত হয়েছে।
 অপরদিকে প্রযুক্তির নৈতিক মান যাচাই করে বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে ইসলামের দাওয়াতী পদ্ধতি এক দিকে যুগোপোযোগী উন্নতমানের হওয়া দরকার। অন্য দিকে বাতিল শক্তির মোকাবেলা করার মত শুধু উদ্যোগ নিলেই হবে না প্রয়োজন
০ যোগ্যতা, 
০ দক্ষতা,
০ বুদ্ধিমত্তা ও কৌশল
০ প্রয়োগের সক্ষমতা থাকা প্রয়োজন।
তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার যুগে আল্লাহর পথে আহবান কারীদের জন্যে তাওহীদের দাওয়াত সমগ্র বিশ্বময় ছড়িয়ে দেয়ার অপার সুযোগ।
তাই এই সুযোগকে কাজে লাগিয়ে কুরআন - সুন্নার শিক্ষা মানুষের দ্বারে দ্বারে পৌছিয়ে দেয়ার আপ্রাণ প্রচেষ্টায় রত থাকা।
“আমি পৃথীবির সবকিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি,যাতে লোকদের পরীক্ষা করি, তাদের মধ্যে কে ভালো কাজ করে।”
 সর্বপরি সর্বত্র জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে কুরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দিতে আল্লাহ সকলকে তাওফিক দান করুন।

অনলাইন আপডেট

আর্কাইভ