শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শহীদুল ইসলাম ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করেছেন -জয়

স্টাফ রিপোর্টার: আলোকচিত্রী শহিদুল আলমকে নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন। এতে তিনি বলেন, শহিদুল হক অসৎ উদ্দেশ্যে আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করেছেন।
সজীব ওয়াজেদ জয়ের দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: ‘শহিদুল আলমের নির্যাতনের অভিযোগ আমাদের সরকারের বিরুদ্ধে তার অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যেই একটি। তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয় যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। তারা নির্যাতনের কোনও প্রমাণ এমনকি ইঙ্গিতও পাননি। আন্তর্জাতিক গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একই বিষয় জানতে পারেন। এ থেকে প্রমাণ হয় শহিদুল হক আসলে কতটা অসৎ। আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ